মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মাসরুম চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের জয়নাগাছা গ্রামে জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক মাসরুম চাষের উপর দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার ২৫ জন মাসরুম চাষী অংশ গ্রহন করেন।
দিনব্যাপী ওই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, মধুপুর উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা ড. মো. হযরত আলী। এ সময় জলছত্র এডিপি’র কৃষি কর্মকর্তা সব্রত চাকমা উপস্থিত ছিলেন।
সফল মাসরুম চাষী হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণ শেষে ২৫ জন মাসরুম চাষীর মাঝে মাসরুম বীজ বিতরণ করা হয়।