মো. লিটন সরকারঃ
টাঙ্গাইলের মধুপুরে মিশ্র ফল বাগান চাষিদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের চাষি মো. জাবেদ আলী বাড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল খামার বাড়ির উপ-পরিচালক মো. আবুল হাশিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জামালপুর অঞ্চলের খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলতাব হোসেন, আইএফএমসি আঞ্চলিক সম্মনয়কারী ড. জেসি পন্ডিত, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. হযরত আলী, জনপ্রতিনিধি মো. জুলহাস উদ্দিন।