ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ধনবাড়ী কলেজিয়েট স্কুল এবারের এসএসসি’র ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে । উপজেলা দু’টিতে এবারও বিদ্যালয় দু’টিই সেরা হয়েছে। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ৩৬২ জন পরীক্ষা দিয়ে ৩৬১ জন শিক্ষার্থী পাশ করেছেন। জিপিএ- ৫ পেয়েছেন ১৫৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৫১ জন, মানবিকে ৫ জন ও বাণিজ্য বিভাগে ১ জন। পাশের হার ৯৯.৭২ ভাগ। এ ফলাফলে অধ্যক্ষ বজলুর রশীদ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
অপরদিকে, ধনবাড়ী উপজেলার ধনবাড়ী কলেজিয়েট স্কুলও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ বিদ্যালয়ের কেন্দ্র থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা পরীক্ষায় অংশ নিয়ে ২১৭ জন জিপিএ-৫ পেয়েছেন। তার ১১২ জন ধনবাড়ী কলেজিয়েট স্কুলের। এ- ১১২ জন জিপিএ-৫ প্রাপ্তদের ৯৮ জন বিজ্ঞান বিভাগের, ১৩ জন বাণিজ্য ও ১ জন মানবিক বিভাগের। পাশের হার শতভাগ।
ধনবাড়ীর শতবর্ষী বিদ্যালয় নওয়াব ইনস্টিটিউশনের পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৪৩ জন। বিজ্ঞানে ৪১, মানবিকে ১, বাণিজ্যে ১। কারিগরি শাখা থেকেও জিপিএ -৫ পেয়েছেন ৬৩ জন শিক্ষার্থী। প্রধান শিক্ষক সাইদুল ইসলাম এ ফলে সন্তোষ প্রকাশ করেছেন।