মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেসি প্রজেক্টের আওয়াতায় এবং উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে
প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম।
জলছত্র এডিপি ম্যানেজার পরিতোষ রেমা’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের রিজিওনাল অফিসের এডুকেশস স্পেশালিস্ট মোস্তফা কামাল, জলছত্র এডিপি শিক্ষা অফিসার হেনরি জন কস্তা, বাবলি রংমা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ করিম প্রমুখ। মতবিসিময় সভায় মধুপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।