মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ডেমক্রেসি ওয়াচ-এর আয়োজনে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের শালিখা বাজারে অনুষ্ঠিত গণশুনানিতে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ডেমক্রেসিওয়াচ-এর জাস্টিস ফর অল প্রজেক্ট কো-অর্ডিনেটর স্যাম মহিউদ্দিন মঈন, ইউএসএইড জাস্টিস ফল অল প্রোগ্রাম কমিউনিকেশন অ্যান্ড অ্যাওয়ার্নেস ম্যানেজার নন্দ লাল সূত্রধর। অনুষ্ঠানে আইনগত সহায়তা বিষয়ক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে আইনগত সুবিধার নানা বিষয়ে উত্তর দেন, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিয়ন আইন সহায়তা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও এলাকবাসী উপস্থিত ছিলেন।