মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার(২৮ নভেম্বর) বিকালে উপজেলার জলছত্র ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে ধরাটী একাদশ গেচুয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের রাহুল হাগিদগ ম্যান অব দ্য সিরিজ ও শাওন কুবি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
মি. বেনেডিক্ট মাংসাং-এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন। অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলসহ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, জনপ্রতিনিধি জুলহাস উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল রহিম, তুষার রেমা, নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম প্রমুখ।