লিটন সরকারঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রকৃত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের জলছত্র পঁচিশ মাইল বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি(নারী সংগঠন), ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ, আইপিডিএস, কাপেং ফাউন্ডেশন, আদিবাসী ক্লাস্টার ডেভেলপমেন্ট ফোরাম, বাগাছাস, গাসুসহ বেশ কয়েকটি সংগঠন ওই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন, আদিবাসী ক্লাস্টার ডেভেলপমেন্ট ফোরাম’র সভাপতি আদিবাসী নেতা অজয় এ মৃ।
মিথুন জাম্বিলের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে আলোচনা পর্বে বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, বাগাছাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্যামল মানখিন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) মধুপুর শাখার সভাপতি জন জেত্রা, রির্সাস অ্যান্ড প্রোগ্রাম সহযোগী (সেড) প্রবীণ চিসিম, গাসুর সভাপতি সুজন জেংচাম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প কর্মকর্তা সূযিৎ দিব্রা প্রমুখ।
বক্তারা সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে অবিলম্বে পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তায়নের দাবি জানান।