মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জুয়া খেলার দায়ে ছয় জুয়াড়িকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস এ আদেশ দেন।
দন্ডিতরা হচ্ছেন, মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি এলাকার আবদুল খালেক (৫০), হাতিমারার মফিজউদ্দিন (২২), কাইলাকুড়ির মধু মিয়া (৩০), আক্তার আলী (২৫), জোসনা আলী (৪৫) ও রেহান আলী (৪৫)।
মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সোমবার ভোরে অরণখোলার বনাঞ্চলের কাইলাকুড়ি বাজার এলাকা থেকে জুয়া খেলার দায়ে ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ। দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশ’ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও সাতদিনের কারাদন্ডের নির্দেশ দেন। দন্ড প্রাপ্তদের বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।