মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুর্ণমিলন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের সভাপতি নূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলী, আলহাজ আব্দুল মালেক বিএসসি। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আলীম।
পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে সকালে আব্দুর রাজ্জাক এমপি বিদ্যালয় প্রাঙ্গণে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো সকল প্রাক্তণ ছাত্রদের নিয়ে পুর্ণমিলন অনুষ্ঠিত হয়।