নিজস্ব প্রতিবেদক :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে বাণিজ্যের বিষয়টি খতিয়ে দেখতে আওয়ামী লীগ একটি তদন্ত কমিটি করছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপপরিষদের বৈঠকে ওবায়দুল কাদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ইদানীং মনোনয়ন না পেলে বঞ্চিতদের পক্ষ থেকে বলা হয় রাজাকারপুত্র মনোনয়ন পেয়েছে কিংবা অর্থের বিনিময়ে মনোনয়ন পেয়েছে। এসব কথাবার্তা বাস্তবে যতটা না সত্য তারচেয়ে বেশি অপপ্রচার। বিষয়টি তদন্ত করতে আমরা একটি কমিটি ঠিক করেছি। সেই কমিটি এসব বিষয়ে খোঁজখবর নেবেন। তারা বিষয়টি দেখবেন এটা কি সত্যিকারের অভিযোগ নাকি মনোনয়ন না পেয়ে মনের দুঃখ থেকে এসব অভিযোগ করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সত্যতা থাকলেও আমরা যাচাই বাছাই করে দেখবো। বিষয়টি প্রমাণিত হলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। নেত্রী (শেখ হাসিনা) আমাদের এ বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে। প্রথমে এটা স্থানীয় ইউনয়নের বর্ধিত সভায় ভোটাভুটির মাধ্যমে পাস হয়, এরপর উপজেলা এবং সর্বশেষ জেলা কমিটির বর্ধিত সভায় মনোনয়ন চূড়ান্ত হয়। এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের উৎকর্ষ উদাহরণ। এরপর ছয়জনের স্বারকৃত ফরম কেন্দ্রে পাঠানো হয়। এর ব্যত্যয়ও কিছু ঘটেছে। এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো ফরমে সভাপতির স্বার করেননি। কোন কমিটির সাধারণ সম্পাদক স্বার করেননি। কোথাও হয়তো জেলা কিংবা উপজেলা কমিটি স্বার করছে না। আওয়ামী লীগ একটি বড় দল, এখানে মতভেদ থাকবেই। কাজেই সেটাকে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে প্রার্থীর তৃণমূলের সমর্থন আছে কি না?
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এ সম্মেলনে জাতির প্রত্যাশা বঙ্গবন্ধু কন্যা তার ডিজিটাল বাংলাদেশের ভিশনের সঙ্গে সঙ্গতি রেখে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় সাধন করে প্রবীণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতিকে আগামী দিনের জন্য নবীন কিছু মুখ উপহার দেবেন। প্রবীণদের পাশাপাশি একঝাঁক নবীনের সমন্বয় ঘটিয়ে নতুন এক চিত্র এ সম্মেলনে উপহার দেবেন।
তিনি বলেন, আমি মনে করি এবারের সম্মেলনে আমাদের দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে আমাদের (আওয়ামী লীগ) অঙ্গীকার পুনঃব্যক্ত করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রেও সময়ের চাহিদামতো ইতিবাচক পরিবর্তন আসবে।
মঞ্চ ও সাজ-সজ্জা উপপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপপরিষদের সদস্য সচিব মির্জা আজম, সদস্য ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, অসীম কুমার উকিল, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, পরিষদ সদস্য নাজমা আক্তার, অপু উকিল, বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।