মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি) তিন দিনব্যাপী ত্রি-পসরা বসন্ত উৎসবের আয়োজন করেছে। বুধবার(১০ ফেব্রুয়ারি) থেকে এ উৎসব শুরু হয়ে চলবে শনিবার(১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত। বসন্ত উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে নবীনবরণ, গান পরিবেশনা, নাটক প্রদর্শনী ও পিঠা উৎসব।
সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের(সিডিসি) সভাপতি মমিনুল ইসলাম জানান, ষড়ঋতুর বাংলায় বসন্ত আসে বছর বিদায়ের বার্তা নিয়ে। বসন্ত আসে রঙ্গিণ ফুল আর পাখির কলতান নিয়ে। বাঙালি মেতে উঠে উৎসবে। তাই বসন্তের আনন্দ সকলের মাঝে ছড়িতে দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি।