বিনোদন ডেস্কঃ
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে বেশ সাড়া জাগানো নায়িকা বললেও ভুল হবে না। একেবারে চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছেন মাহি! নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১ কোটি টাকার বেশি!
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন এ তারকা। সেখানে এই তথ্য দেন তিনি। তবে এটা আসলে প্রতীকী। কারণটা শোনা যাক সে ভিডিও থেকে।
মাহি সেখানে বলেন, ‘‘আজকে আমার ছোট্ট এক অনুভূতি প্রকাশ করব। যখন ছবিটির জন্য চ্যানেল আইতে থেকে ডাকা হলো, জানতাম না কেন ডাকা হচ্ছে! গিয়ে জানতে পারি এটা ‘কৃষ্ণপক্ষ’ ছবির জন্য। আমি আসলে কী করেছি; এটা আজকে বুঝতে পারছি। এতে আমার পারিশ্রমিক কত জানেন? এক কোটি টাকা। না, না, আরও অনেক টাকা! এর জন্য আমি ৩০ দিন কাজ করেছি। কিন্তু যে মমতা পেয়েছি তা ১ কোটি টাকার বেশি। শ্যুটিংয়ে মাঝে মধ্যে শাওন ম্যাম (পরিচালক) আমাকে ‘মাগো’ বলে ডাকতেন। (৮ মার্চ) চ্যানেল আইয়ের ইবনে হাসান খান স্যারের জন্মদিন। তিনি আমাকে লক্ষ্মী বলে ডাকেন। তার এই জন্মদিনের অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছিল। আজ আমি সেখানে গিয়ে বুঝতে পেরেছি, ‘কৃষ্ণপক্ষ’ আমাকে কী দিয়েছে! এটা ১ কোটি টাকার চেয়েও বেশি মূল্যের! ১ কোটি টাকা দিয়ে সে ‘মাগো’ ডাক হয়তো আমি পেতাম না।’’
‘কৃষ্ণপক্ষ’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মাহি। এতে আরও আছেন রিয়াজ। রিয়াজ ও মাহি ছাড়াও ‘কৃষ্ণপক্ষ’ ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।