আল আমিন খানঃ
টাঙ্গাইল-৭ আসনের সাংসদ একাব্বর হোসেনের উস্কানীমূলক বক্তব্যের জের ধরে মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জের কর্মকর্তা-কর্মচারিরা আতঙ্কে দিনাতিপাত করছে। ফলে দায়িত্ব পালনে তারা সক্রিয়তা দেখাতে পারছেন না। এমপির বক্তব্যের কারণে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় হামলার আশঙ্কা করছে বন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা। সাংসদ গত ২৭ জানুয়ারি বনভূমি জবরদখলকারীদের পক্ষে বক্তব্য দিয়ে তাদের উস্কে দেয়। এতে ওইসব বনভূমির দখলকারীরা নতুন করে জবর দখলে মেতে উঠে।
জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জের গায়রাবেতিল মৌজার প্রায় ২ একর জমির ওপর সীমানা প্রাচীর করে বহুতল ভবণ নির্মাণকালে বনবিভাগ বাঁধা দেয়। বন বিভাগের বাধা উপেক্ষা করে তারা ভবন নির্মাণ অব্যাহত রাখায় গত ২৭ জানুয়ারি বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছেদ অভিযান চালায়। এতে জবর দখলকারী আ’লীগনেতা আতিকুর রহমান মিল্টন, যুবলীগের বিল্লাল হোসেন, জাকির হোসেন ও গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া কাহিনী স্থানীয় সাংসদকে জানায়। পরে সাংসদ আলহাজ মো. একাব্বর হোসেন বাঁশতৈল বাজারে এসে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্যে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ‘জীবন যাত্রা যাতে ব্যাহত হয়’ এসব কাজ করতে জনগণকে আহ্বান জানান। তার ওই উস্কানিমূলক বক্তব্যে স্থানীয় জনসাধারণকে সরকারি সম্পদ ধ্বংস করায় প্ররোচণা দেন বলে বাঁশতৈল রেঞ্জর কয়েক কর্মকর্তা জানান।
টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, গায়রাবেতিল মৌজায় সিএস দাগ নং-৫০৩২ এর ২৭.৮৪ একর বনভূমি মে ১৯২৮ খ্রি. তারিখের স্মারক নং-৯১৮৪ এর প্রজ্ঞাপন মূলে সংরক্ষিত বনভূমি। স্থানীয় সাংসদের ওই বক্তব্যের ফলে ওই মৌজায় প্রায় ১৫-২০টি পরিবার নতুন করে ঘরবাড়ি নির্মাণ করেছে। তিনি বলেন, গত ৯ম জাতীয় সংসদে সাংসদ একাব্বর হোসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলেন। তাই বনজ সম্পদের রক্ষকের এমন ভূমিকায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে সাংসদ একাব্বর হোসেন বলেন, আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি। বন-বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আমার জনগণের উপরে বর্বরোচিত হামলা করে, গুলি ও তান্ডব চালিয়ে তাদের বাড়ি ঘর ভাংচুর করেছে। সভ্যতার এই যুগে এমন বর্বরোচিত ঘটনা সত্যিই দু:খজনক। তিনি বন-বিভাগের এসব কর্মকর্তা-কর্মচারিদের অন্যত্র বদলি করার জন্য সরকারের কাছে দাবি জানান।