মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ লাইনের উপজেলার মহেড়া ইউনিয়নের কুমুল্লী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসী বিলে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আনুমানিক ৫ ফুট লম্বা, হালকা গড়নের ওই মহিলা লাল, হলুদ ও কালো রঙের প্রিন্টের শাড়ি পরনে ছিল।
মির্জাপুর থানা উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে- ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হতে পারে।