ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ বছরের এক কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা কিশোরীকে বুধবার (২৯ জুন) বিকালে পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের একটি লেবু ক্ষেত থেকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। গণধর্ষণের এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জুন) রাতে উপজেলার বানাইল ইউনিয়নের ভূসুন্ডি সানাদারপাড়া গ্রামে।
ধর্ষিতার পারিবারিক সূত্র জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) রাত আটটার দিকে কিশোরী প্রচন্ড গরমে বাড়ির পাশে রাস্তায় হাটছিল। এ সময় পাইকপাড়া গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে আমিনুর (২০) মুখ চেপে চোখ বেঁধে টেনে হিচড়ে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে তাকে চোখ বেঁধে আমিনুরসহ কয়েকজন যুবক পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষকরা চোখ ও হাত বেধে ধর্ষিতাকে পাইকপাড়া গ্রামের একটি লেবু বাগানে ফেলে রাখে। বুধবার (২৯ জুন) ভূসুন্ডি গ্রামের আলফাজ মিয়ার ছেলে আলামিন মেয়েটিকে ওই লেবু বাগানে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে এবং তাকে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এ সময় তারা মেয়েটিকে মির্জাপুর থানায় নিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবহিত করে। পরে ধর্ষিতাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীটি কুমুদিনী হাসপাতালের গাইনী বিভাগের ২ নম্বর বেডে চিকৎসাধীন রয়েছে। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসক ডা. নয়না জানান, মেয়েটির বর্ণনা মতে কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি পরীক্ষা করতে বলা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।