মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে একই গ্রামের ৫টি বাড়ি থেকে ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
জানাগেছে, মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) রাতে চোরের দল প্রথমে রশিদ দেওহাট গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ মিয়ার বাড়িতে হানা দিয়ে ৩টি, তার ভাই আব্দুস ছামাদ মিয়ার ২টি গরু নিয়ে যায়। পরে একই গ্রামের কৃষক মনির উদ্দিনের ছেলে পন্ডিত আলীর একটি, মদন আলীর ছেলে আব্দুস সালাম মিয়ার ২টি এবং জোনাব আলীর ছেলে শামসুল হকের ১টি গরু নিয়ে যায়। চোরের দল চুরি ট্রাকযোগে ওই গরু অন্যত্র নিয়ে গেছে বলে এলাকাবাসী ধারণা করছে।
মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।