মির্জাপুর ৭ মার্চ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং আলোচনা সভার মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহকারি কমিশনার (ভূমি) মো. মইনুল হক, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক দুই কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক ও দুর্লভ বিশ্বাস প্রমুখ।
এর আগে স্থানীয় সাংসদ একাব্বর হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রচার করা হয়।