মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে সোমবার(২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাহিদা বেগম ফারজানা(২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. সেলিম রেজা ও শ্বাশুড়ি মনোয়ারা বেগমকে আটক করেছে। নিহত সাহিদা বেগম ফারজানা একই উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা গ্রামের ব্যবসায়ী ফারুক মিয়ার মেয়ে।
নিহতের বাবা মো. ফারুক মিয়া জানান, দুই বছর আগে একই উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুল খালেক মিয়ার বড় ছেলে সেলিম রেজার সাথে তার মেয়ে সাহিদা বেগম ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে সামান্য বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। সম্প্রতি তার মেয়ের জামাই সংসার জীবনে বাবা-মা ও ভাইয়ের সংসার থেকে পৃথক হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি ৩ লাখ ৪০ হাজার টাকা খরচ করে মেয়ের স্বামীর বাড়ির পাশে হাটুভাঙ্গা বাজারে একটি দোকান দিয়ে দেন। তারপরও তার মেয়ের সাথে স্বামী, শ্বাশুড়ি, দেবর ও দেবরের স্ত্রী ঝগড়া বিবাদ অব্যাহত রাখে। এক সপ্তাহ আগেও তিনি মেয়ের স্বামী সেলিম রেজাকে আরও ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে দোকানে মালামাল কিনে দেন।
তিনি জানান, সোমবার(২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্বাশুড়ি মনোয়ারা বেগম তার মেয়ের সাথে ঝগড়া করেন বলে মোবাইলফোনে মাকে জানায় ফারজানা। রাতে তার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের ধর্ণার(আড়ার) সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নিহত ফারজানার শ্বাশুড়ি মনোয়ারা বেগম বলেন, তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। কথাকাটাকাটির এক পর্যায় ফারজানা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে তিনিও পুত্রবধূ ফারজানাকেও ধাক্কা দেন। সন্ধ্যার পর ফারজানা বসতঘর সংলগ্ন টয়লেটের আড়ার(ধর্ণা) সাথে ওড়না পেঁচিয়ে ফাঁিসতে আতœহত্যা করে। পরে তারা ওড়না কেটে তার লাশ নামান।
মির্জাপুর থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, আত্মহত্যার বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়। ফারজানার বাবার পরিবার থেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করায় নিহতের স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে। তাছাড়া নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তাছাড়া ফারজানার লাশ ফাঁসিতে ঝুলানো অবস্থায় পাননি বলে তিনি উল্লেখ করেন।