মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ৪০লিটার চোলাই মদসহ জিয়ারত মৃধা (৫২) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জিয়ারত মৃধা উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী আদর্শ গ্রমের মৃত ইন্তাজ মৃধার ছেলে।
পুলিশ জানায়, জিয়ারত মৃধা দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসত ঘরের ভেতর থেকে প্লাস্টিকের ক্যান ভর্তি চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক আইনে তার নামে মামলা করা হয়েছে।