মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুল কক্ষে তালা দিয়ে আটকিয়ে শ্লীলতাহানির চেষ্টার অপরাধে বাবুল হোসেন নামে এক দফতরিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ ৫০৯ ধারায় তাকে এই কারাদন্ড প্রদান করেন।
জানা গেছে, বুধবার ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের পাশে একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে আসে। বিদ্যালয়ের দফতরি বাবুল হোসেন তাকে ফুসলিয়ে কোচিং সেন্টার থেকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে তালা দিয়ে আটকিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি এলাকাবাসী জানতে পেয়ে বাবুল হোসেনকে আটক করে। পরে এলাকাবাসী মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।