র্মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মকর্তাদের উন্মুক্ত আলোচনা ‘জনগণের দোরগোড়ায় জবাবদিহিতা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগণ উপজেলার পাহাড়ী এলাকার বাঁশতৈল ইউনিয়নের রেঞ্জ অফিসের মাঠে জনগণের মুখোমুখি উপস্থিত হন। এসময় উপস্থিত জনতা উপজেলার বিভিন্ন অফিসে সেবা গ্রহণে ভোগান্তি, অনিয়মসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাদের অফিস থেকে সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর প্রতিশ্রুতি দেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. নাদিরা আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, মো. সামছুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান মিল্টন প্রমুখ। ওই উন্মুক্ত আলোচনা সভায় পাহাড়ী এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।