মির্জাপুর সংবাদদাতাঃ
মুক্তিপনের টাকা না পেয়ে প্রবাসির দুই শিশুপুত্রকে জবাই করে হত্যার ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথক মামলা হওয়ার পর খুনের সঙ্গে জড়িত ৪ যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মির্জাপুর উপজেলার ধলুটিয়া গ্রামের তারা মিয়ার দুই ছেলে মিলটন (২২) ও রাব্বি (২৬), একই গ্রামের হযরত আলীর ছেলে রুবেল (২৫) ও পাশর্^বর্তী হাড়িয়া গ্রামের রাসেল (২৩)। রোববার(৩১ জানুয়ারি) রাতে গোপন সংবাদ পেয়ে হাড়িয়া, ধলুটিয়া এবং আশুলিয়া এলাকায় ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ গোপনীয়তা রক্ষা করছে।
মির্জাপুর থানার অীফসার ইনচার্জ(ওসি) মো. মাইন উদ্দিন জানান, শিশু দুটি অপহরণ হয়েছিল ধামরাই থানা এলাকা থেকে। অপহরণের পর গত শুক্রবার(২৯ জানুয়ারি) রাতে লাশ উদ্ধার করা হয়েছে মির্জাপুর উপজেলার ১০০ গজের ভিতরে ভাওড়া ইউনিয়নের ধলুটিয়া লেবু বাগান থেকে। মামলা হতে হলে ধামরাই থানায় হওয়া উচিত ছিল। কিন্ত ধামরাই থানা মামলা না নেয়ায় শেষ পর্যন্ত মির্জাপুর থানায় মামলা গ্রহন করা হয়েছে। মামলার পর শিশু দুটির লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা ওসি।