মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণের অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি এ ঢেউটিন, গৃহ নির্মাণের অর্থ ও কম্বল বিতরণ করেন।
দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান প্রমুখ।
প্রকাশ, উপজেলার ৭০ জন গরীব ও দুস্থের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন, নগদ তিন হাজার টাকার চেক ও একটি করে কম্বল দেয়া হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে।