মির্জাপুর ৭ মার্চ : টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার দেওহাটা এজে উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই শ্লোগান নিয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এসব কর্মসূচির আয়োজন করে।
দেওহাটা এজে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শামীমা আক্তার প্রমুখ।