ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈলের বন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আতিকুর রহমান মিল্টন ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামলার গ্রেপ্তারি পরোয়ানা স্বত্তেও প্রকাশ্যে এ প্রার্থীর ব্যাপক গণসংযোগে সমালোচনার মুখে পরেছে দল ও স্থানীয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভোটার ও সমর্থকদের মধ্যে।
সরেজমিন ঘুরে জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ও বাঁশতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান মিল্টন এর নেতৃত্বে গত ২০১৬ সালে ২৭ জানুয়ারি বাঁশতৈল রেঞ্জের জমি দখল নিয়ে ঘর নির্মাণে বাঁধা দেয়ায় অফিস ভাঙচুর চালানোসহ দুই কর্মচারীকে আহত করা হয়। ঘটনার পরের দিন ২৮ জানুয়ারি বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা ফরিদ আহম্মেদ ভূইয়া বাদী হয়ে আতিকুর রহমান মিল্টনসহ ৭ জনের নাম উল্লেখপূর্বক ৪ শতাধিক লোকের বিরুদ্ধে টাঙ্গাইল বন আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে টাঙ্গাইল বন আদালত।
নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রার্থী ও সমর্থকদের অভিযোগ, সরকারি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রধান আসামী হওয়া স্বত্তেও পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা। সরকারি অফিস ভাংচুর ও কর্মচারীদের মারধরকারীকে ক্ষমতাসীন আওয়ামীলীগ কিভাবে দলের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেন এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রার্থীর বিরুদ্ধে মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা স্বত্তেও নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের।
এ প্রসঙ্গে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান মিল্টন জানান, তিনি শুনেছেন তার বিরুদ্ধে বন আইনে একটি মামলা আছে। তবে সেটির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি অস্বীকার করেন তিনি।
বাঁশতৈল ইউনিয়ন নির্বাচনী রির্টানিং কর্মকর্তা আরিফুর রহমান জানান, নির্বাচনী প্রক্রিয়া ও যাচাই বাছাইয়ের সময় ইউনিয়নের আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান মিল্টনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কোন তথ্য পাঠায়নি মির্জাপুর থানা। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি ।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাঈনুদ্দিন জানান, নির্বাচনে অংশ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাঁশতৈল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান মিল্টনের বিরুদ্ধে সরকারি অফিস ভাঙচুর ও দুই কর্মচারী আহতের ঘটনায় দায়েরকৃত বন মামলার ওয়ারেন্টপত্র পৌছায়। মামলার প্রধান আসামী আতিকুর রহমান মিল্টন বাঁশতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত চেয়ারপ্রার্থী হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছেনা। তবে তিনি আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, আদালতে দায়েরকৃত মামলার ওয়ারেন্ট থাকা স্বত্তেও পুলিশ কেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেনা, সেটা তার বোধগম্য নয়। তবে কোন মামলার সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা বলেও জানান তিনি।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহম্মেদ বলেন, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান মিল্টনের বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিনা, বিষয়টি তিনি জানেন না। তবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার মত স্পর্শকাতর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, অনুষ্ঠেয় ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ মে মির্জাপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।