ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসে সোমবার(২৮ ডিসেম্বর) বিকালে পিকআপভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল রতন বিশ্বাস (৪৫) নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল শহরের হাজেরাঘাটের বাসিন্দা।
টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাইন উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে ডিউটি শেষ করে বিকাল সাড়ে চারটার দিকে কনস্টেবল রতন বিশ্বাস (৪৫) টাঙ্গাইল শহরের হাজেরাঘাট এলাকার বাসায় যাওয়ার জন্য রওয়ানা হন। বাইপাস সড়ক পাড় হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।