মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়ার প্রতিরোধ যুদ্ধে শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩ এপ্রিল) বিকালে মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়ায় অবস্থিত শহীদ স্মৃতি কমপ্লেক্সে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মৃতি কমপ্লেক্সের সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, নারী নেত্রী বীরমুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, জামুর্কী ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মুক্তিযোদ্ধা বদরুল আলম ফারুক, আওয়ামীলীগ নেতা তৌফিকুর রহমান রাজিব প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩ এপ্রিল ঢাকার বাইরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুরের গোড়ান-সাটিয়াচড়া গ্রামে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ প্রতিরোধ হয়। ওই যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ ১০৭ জন এলাকাবাসী শহীদ হন।