মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন অনশন করার পর সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রেমিকের বাড়িতে বিষপান করে ৮ম শ্রেণীর এক ছাত্রী। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়। সে উপজেলার বাঁশতৈল নয়াপাড়া পাঁচগাঁও গ্রামের কাতার প্রবাসির মেয়ে ও বাঁশতৈল নয়াপাড়া হাজী ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।
জানা গেছে, মির্জাপুর উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হানের (২২) সাথে মোবাইলের সুত্র ধরে একই উপজেলার বাঁশতৈল নয়াপাড়া পাঁচগাঁও গ্রামের কাতার প্রবাসির মেয়ে বাঁশতৈল নয়াপাড়া হাজী ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দিন ধরে চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক। এরই এক পর্যায়ে রায়হান ওই ছাত্রীকে বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। পরে রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে তালবাহানা শুরু করে। পরে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ওই ছাত্রী রায়হানদের বাড়িতে অবস্থান করে বিয়ের দাবিতে অনশন শুরু করে। আর এ খবর পেয়ে প্রতারক প্রেমিক রায়হান বাড়ি থেকে পালিয়ে যায়। সোমবার (১৯ সেপ্টেম্বর) সারাদিন ওই বাড়িতে অবস্থান করার পরও রায়হানের পরিবার বিয়েতে রাজি না হলে রাতে সে বিষপান করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওই ছাত্রী মারা যায়। আর এ ঘটনার পর থেকেই রায়হান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। মির্জাপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম আহমেদ জানান, খবর পেয়ে গুরুতর অবস্থায় আহত ওই ছাত্রীটিকে কুমুদিনী হাসপাতালে দেখার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা আকতারুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম ও কৃষি কর্মকর্তা আরিফুর রহমান দেখতে যান। তারা তাকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।