মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামে বুধবার(৩ আগস্ট) দুপুরে বন্যার পানিতে ডুবে ইমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইমা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। ইমা তার মায়ের সঙ্গে নানা আব্দুল জলিলের বাড়িতে থাকতো।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমা তার সমবয়সী খালাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের ক্ষেতে বন্যার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে সমবয়সী খালা খবর দিলে বাড়ির লোকজন ওই ক্ষেত থেকে তাকে উদ্ধার করে কুমুুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাকে মৃত ঘোষণা করেন।