ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী মর্জিনা বেগম (৩২) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওই নারীর স্বামী মিজানুর রহমান আহত হয়েছেন। ২৬ জুলাই(রোববার) বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভল্যা নামকস্থানে ঘটনাটি ঘটে। আহত ওই ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সলঙ্গা গ্রামে।
গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ন কবির জানান, হতাহতরা মির্জাপুরের শুভল্যা থেকে মোটর সাইকেল যোগে কালিয়াকৈর নিজ বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কেয়া পরিবহনের একটি যাত্রিবাহী বাস তাদেরকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মহিলা মারা যান। আহত মোটর সাইকেল চালককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।