
টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা ছাত্র সিফাত হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে মেহেতাব মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলমের আদালতে তিনি জবানবন্দি দেন। এছাড়াও অপর আসামি আবু তালেব সিদ্দিকীর সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এতথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোড়াইল গ্রামের হাবিবুর রহমান সিদ্দিকীর ছেলে আবু তালেব সিদ্দিকী ও কাটরা গ্রামের হাবিব মিয়ার ছেলে মেহেতাব মিয়া। এর আগে ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিহত সিফাত মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের শহীদ মিয়ার ছেলে। সে মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মির্জাপুর রেলক্রসিং এলাকায় সিফাত ও তার আরেক সহপাঠী চটপটি খেতে যায়। এসময় সিফাতকে এক যুবক সেখান থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময়েও সিফাত ফিরে না আসায় ওই সহপাঠী সেখান থেকে চলে আসে। এরপর ওই রাতেই উপজেলার ত্রিমোহন মাঝিপাড়া এলাকার একটি ক্ষেত থেকে সিফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মির্জাপুর থানায় সিফাতের বাবা শহীদ মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা- ঘটানো হয়েছে বলে আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
মির্জাপুর থানার এসআই মো. আবু সাইদ বলেন, ‘এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে দুই আসামির মধ্যে একজন প্রাথমিক সিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পরে দুইজনকে আদালতে পাঠানো হয়। আসামি মেহেতাব মিয়া আদালতে হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। অপর আসামি আবু তালেব সিদ্দিকীর সাত দিনের রিমান্ড আবেদনের বিষয়ে এখনও শুনানি হয়নি।