মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে চিকিৎসা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার(২৭ জানুয়ারি) দুপুরে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা হাবিবুর রহমান খান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১৫৬ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৫ হাজার টাকা অনুদানের চেক দেয়া হয়।