ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাষ্টারকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সুরুজ শিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(১১ জুন) সকালে বেলতৈল গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সুরুজ শিকদার উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি নিহত আবু সাঈদ ওরফে নুরু মাষ্টারের ১৫ বছর আগে খুন হওয়া ভাই মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সুরুজ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
বৃহস্পতিবার(৯ জুন) নিহত শিক্ষককের বড় ছেলে শফি উদ্দিন বাদল বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লে¬খ্য, গত মঙ্গলবার(৭ জুন) ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাস্টারকে কুপিয়ে হত্যা করে দর্বৃত্তরা। এছাড়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয় তারা।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাইন উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।