মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সোমবার(১৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুর থানা কমিউনিটি পুলিশ আয়োজিত ওই সমাবেশে কমিউনিটি পুলিশের সভাপতি মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন, থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ।