মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষককে আটকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পুলিশ মঙ্গলবার(১২ এপ্রিল) রাতে ধর্ষক আলীমকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বুড়িহাটী গ্রামে। ধর্ষিতা শিশুটি বুড়িহাটী গ্রামের বেসরকারি একটি স্কুলে শিশু শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার(১২ এপ্রিল) দুপুর তিনটার দিকে বুড়িহাটী গ্রামের বাসিন্দা ৫ বছরের শিশু কন্যা একই গ্রামের পাশের বাড়িতে বেড়াতে যায়। এসময় ওই বাড়িতে কেউ না থাকায় মালয়েশিয়া প্রবাসী মজিবরের ছেলে ৮ম শ্রেণির ছাত্র মো. আলীম মিয়া শিশুটিকে তাদের বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে আলীম শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে প্রাইভেট পড়তে মির্জাপুর সদরে চলে যায়। ঘটনাটি জানতে পেয়ে এলাকার লোকজন রাতেই আলীমকে আটকে মারপিট করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিয়ে ধর্ষক আলীমকে তাদের কাছে তুলে দেয়। বিষয়টি ধামাচাপা দিতে ওই এলাকার কয়েকজন মাতব্বর দুই পরিবার ও থানা পুলিশের সাথে বৈঠক করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষক আলীম তার পাশের বাড়ির ৫ বছরের শিশুকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করে বলেন, নাা বুঝে এ কাজ করেছি। সে সদরের সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র বলে জানায়।
মির্জাপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ জানান, ধর্ষণের অভিযোগে আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতা শিশুটি পরিবারের কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার পক্রিয়া চলছে।