মির্জাপুর সংবাদদাতাঃ

টাঙ্গাইলের মির্জাপুরে অনিমা কর্মকার নামে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনিমা উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের দুলাল কর্মকারের মেয়ে এবং বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে অনিমার বাবা ১৮ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) বিকালে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে প্রকাশ, বুধবার(১৭ ফেব্রুয়ারি) সকালে অনিমা কর্মকার স্কুলে যাওয়ার পথে একই গ্রামের সন্তোষ কৈবরত দাসের ছেলে চিত্র কৈবরত দাস (২৫), ননী কৈবরত দাসের ছেলে হৃদয় কৈবরত দাস (২২) তাকে অপহরণ করে। অপহরণকারীরা তাদের মোবাইল ফোন থেকে অনিমাকে দিয়ে তার পরিবারের লোকদের কথা বলিয়েছে। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে না পেরে বিকালে অনিমার বাবা দুলাল কর্মকার মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।