মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আরমানকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার(১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় নাশকতা সহ একাধিক মামলা রয়েছে।