টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহীতারা। দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ চত্তরে জলাবদ্ধতা সৃষ্টি হলেও সমস্যা সমাধানের জন্য স্থায়ীভাবে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং ভবনগুলোর সামনে ছোট একটি পুকুর ভরাট হয়ে গেছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী জানান, অনেকদিন ধরেই জলাবদ্ধতা থাকায় পানির পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। উপজেলা পরিষদ চত্বরের সামনে রয়েছে ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস, যুব উন্নয়ন অফিস, সমবায় অফিস, শিক্ষা অফিস, সাব রেজিষ্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস, মৎস অফিস, বন বিভাগের অফিসসহ বিভিন্ন অফিস। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এবং সামান্য একটু বৃষ্টি হলেই উপজেলা পরিষদ চত্বরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনের দাবী জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, উপজেলা পরিষদ চত্বরের সামনে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। চলমান করোনার কারণে ড্রেন নির্মাণে দেরি হচ্ছে। তবে অচিরেই কাজ শুরু হবে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরী না হওয়ায় একটু বৃষ্টি হলেই উপজেলা পরিষদ চত্বরের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় এমপি, মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।