মির্জাপুর ২ মার্চ : টাঙ্গাইলের মির্জাপুর প্রেসকাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের শপথ বাক্য পাঠ করান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. আবদুল মালেক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞার সঞ্চালনায় মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লি. এর সভাপতি খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ বক্তৃতা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বদশা মিয়া, উপজেলা স্ব্চ্ছোসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন সম্পাদক আমিনুর রহমান আকন্দ, কাউন্সিলর আফরোজা আলম, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল মামুন খান, ব্যবসায়ী নেতা ছিবার উদ্দিন, হারুন অর রশিদ, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম শেলী ( ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ (টাইমস ওয়াল্ড), কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক মো. হারুন অর রশিদ (নয়াদিগন্ত), কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ ( দেশকথা), অধ্যাপক দুর্লভ বিশ্বাস (সমকাল), শামসুল ইসলাম সহিদ (সংবাদ) ও শামীম আল মামুন (বাংলাদেশের খবর)।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সভায় মো. জাহাঙ্গীর হোসেনকে (দৈনিক ইনকিলাব্ ও সাপ্তাহিক গণবিপ্লব) ফের সভাপতি ও মো. এরশাদ মিঞাকে (কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।