মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানের সভাপত্বিতে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মো. নান্নু মিয়া, মো. সাইদুর রহমান বাবুল ও সহকারি প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র সরকার প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম।