গণবিপ্লব রিপোর্টঃ
স্বাধীন বাংলার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)’র সভাপতি ও সাবেক মন্ত্রী আসম আবদুর রব বলেছেন, জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ জনগণের রাষ্ট্র, জনগনের সম্মতি ও সমর্থনে পরিচালিত হবে, এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনার মুল ভিক্তি। কিন্তু সরকার ক্ষমতায় এসে জনগনের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, মৌলিক মানবাধিকার হরণ করে জোরপূর্বক ক্ষমতা আকড়ে বসে আছে। রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করতে মুক্তিযুদ্ধের চেতনাকে সরকার নির্বাসনে দিয়েছে। সরকার ভুলে গেছে জনগণের রাজনৈতি অধিকার, কথা বলার অধিকার এবং স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করে ক্রীতদাসের রাষ্ট্র বানানোর জন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি। তিনি বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) টাঙ্গাইলের ভাসানী হল মিলনায়তনে জেলা জেএসডি আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেএসডি প্রধান বলেন, বাঙালির আত্মদান ও জনগণের সংগ্রামী অবদানেই আজকের এ বাংলাদেশ। আজকে আমরা কি দেখছি যারা অধীকার আদায়ে প্রতিবাদ করছে, সংগ্রাম করছে, তাদেরকে গ্রেপ্তার-নির্যাতন, মামলা হামলা করে ভয়ভীতি দেখানো হচ্ছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জাতির নৈতিকতাকে চরমভাবে ধ্বংস করা হচ্ছে।
সার্কিট হাউজে থাকার অনুমতি না দেয়ায় টাঙ্গাইলের ডিসি- এনডিসিদের উদ্দেশে তিনি বলেন, জি হুজুর- ইয়েস স্যার এই শব্দগুলো ভুলে যান; মনে রাখবেন আপনারা জনগণের সেবক, জনগণের সেবা করার জন্যই আপনাদের ওখানে বসানো হয়েছে। তিনি আরো বলেন, রাজনৈতিক দেউলিয়াত্ব থেকে মুক্তি পেতে হলে সংবিধানের ব্যাপক সংস্কার করতে হবে।
জেলা জেএসডির সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জেএসডি’র সহ-সভাপতি অ্যাডভোকেট এমএ রশিদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাংগঠনিক সম্পাদক জিয়া খন্দকার প্রমুখ। এছাড়া টাঙ্গাইল জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক শফিউল আলম শফি ও যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেয়। পরে সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিয়ার রহমান মতিকে সভাপতি এবং শফিউল আলম শফিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্র্ণাঙ্গ কার্যকরি জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।