ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মহান ভাষা আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে তৎকালিন সরকারের জারি করা ১৪৪ প্রথম ভঙ্গকারী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আলহাজ একামত আলী তালুকদার মনে করেন, মুক্তিযুদ্ধের জননী হচ্ছে ভাষা আন্দোলন। তিনি বলেন, ভাষা আন্দোলন না হলে মুক্তিযুদ্ধ হতো না। বাংলাদেশ নামে কোন রাষ্ট্রের জন্ম হতো না। অথচ যে ২-১ জন ভাষা সৈনিক জীবিত আছেন তাদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছেনা।
বর্তমানে বয়সের ভারে ন্যুব্জ আলহাজ একামত আলী তালুকদার স্মৃতির পাতা থেকে বায়ান্নর উত্তাল সেই সব দিনগুলোর স্মরণ করতে গিয়ে বলেন, ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্ররা সক্রিয় ছিল। আন্দোলনের সুতিকাগার ছিল বিশ্ববিদ্যালয়ের আমতলা। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন তুুঙ্গে ছিল। ২১ ফেব্রুয়ারি আমরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করলাম। সর্ব প্রথম আমি উন্মাদের মত দৌড় দিলাম ১৪৪ ধারা ভাঙ্গতে। পুলিশের হাতে গ্রেপ্তার হলাম। আমার পিছে পিছে যারা এসেছিল সবাই গ্রেপ্তার হলো। আমাদের একটি গাড়িতে করে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হলো। ঢাকার অন্য এলাকা থেকেও ছাত্রদের গ্রেপ্তার করে আমাদের সাথে রাখা হলো। সন্ধ্যা পর্যন্ত ১২১ জনকে বন্দি করা হলো তেজগাঁও থানায়। ২২ ফেব্রুয়ারি সকালে আমাদের কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। ২ দিন আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছিলাম সহপাঠীদের খবর জানার জন্য। কারণ আমাদের মনে আশংকা ছিল কেউ মারা গেল কিনা? পাখির মতো ছাত্র-জনতার উপর গুলি চালানোর সংবাদ পাওয়া গেল। অনেক ছাত্র নিহত ও আহত হয়েছেন। অবশেষে কারাগারে গায়েবানা জানাজা পড়া হলো। ২১ দিন পর কারাগার থেকে মুক্তি পেলাম। জেল থেকে বের হওয়ার পর শুনলাম যে সব পরিবারে ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলে পড়তে গিয়েছিলেন তাদের পরিবার ও আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছে। ভাষা আন্দোলন নিয়ে কি হয়েছে তখনও আমার পুরোপুরি ধারণা নেই। এ অবস্থায় বাড়ি চলে এলাম। বাড়ি এসে শুনি ভাষা আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশ ঐক্যবদ্ধ। শুনলাম আমাদের শিয়ালকোল হাট থেকেও এলাকার সচেতন মানুষ চাঁদা তুলেছে বন্দি ভাষা সৈনিকদের মুক্ত করার জন্য এবং কারাগারে তাদের জন্য খাদ্য পাঠাতে। জানতে পারলাম আমাদের এলাকায়ও স্লোগান হয়েছে, ‘ছাত্র হত্যার বিচার চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই’ আনন্দে বুকটা ভরে উঠলো।
স্মৃতি হাতরে তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠিত ভাষা আন্দোলনের এক সভা অনুষ্ঠিত হয়। সভাটি ছিল ২১ফেব্রুয়ারি সকল ছাত্র মিলে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার পরার্মশ সভা। সভায় উপস্থিত ২-১জন ১৪৪ ধারা ভঙ্গের বিপক্ষে মত দিলেও বাকি সবাই ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে ছিল। কিন্তু ২-১ জনের দ্বি-মতের কারণে ওইদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরের দিন ২১ ফেব্রুয়ারি সকালে আবার আমতলায় ভাষা সৈনিক গাজিউল হক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রদের এক সভায় ১৪৪ ধারা ভাঙ্গার সিদ্ধান্ত এবং ঘোষণা করা হয়। ঘোষণা মোতাবেক সকল ছাত্র একত্রিত হলে তিনি(একামত আলী তালুকদার) সর্বপ্রথম পুলিশের বাধা অতিক্রম করে ১৪৪ ধারা ভঙ্গ করেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের এক জোতদ্দার কৃষক পরিবারে জন্ম ভঅষা সৈনিক একামত আলী তালুকদারের। তার বাবার নাম আহম্মদ আলী তালুকদার। গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই তার প্রথম পড়ালেখায় হাতে খড়ি। এরপর ৫ম ও ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুর মাইনর স্কুলে পড়া লেখা করেন। পরে ভর্তি হন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল মহারাণী হেমন্ত কুমারী ইংলিশ হাই স্কুলে। সেখান থেকে ১৯৪৮ সালে মেট্রিক পাস করেন তিনি। ১৯৫১ সালে জামালপুর এএম কলেজ থেকে আইএ পাস করেন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাষা আন্দোলনের প্রায় পুরো সময়টাই কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন। পড়ালেখা শেষে নারায়নগঞ্জ বার একাডেমি স্কুলে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। সেখানে চার বছর শিক্ষকতা করেন। তিনি ভিলেইজ এইজড নামে একটি প্রতিষ্ঠানে রাজশাহী বিভাগের পিআরও হিসেবে ৩ বছর কর্মরত ছিলেন। এই ভাষা সৈনিকের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন শিক্ষকতায়। ১৯৫৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৩৪ বৎসর শিক্ষকতা করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। তিনি লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের রিলিফ ও উন্নয়ন কর্মকান্ডের চেয়ারম্যান ছিলেন।