*বিভুরঞ্জন সরকার*
বিএনপির নেতারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেই দাবি করেন। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে সাহসী ভূমিকা রেখেছেন এমন অনেক মুক্তিযোদ্ধাই বিএনপিতে আছেন। দলের ঘোষণাপত্রেও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক এড়াতে পারছে না। এই দলটি প্রকৃতপক্ষেই মুক্তিযুদ্ধের পক্ষের কি না সেই সংশয়ও মানুষের মন থেকে দূর হচ্ছে না। মুক্তিযুদ্ধ সম্পর্কে দোদুল্যমান অবস্থা নিয়ে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে নিত্যনতুন বিতর্ক তৈরি করে যে বাংলাদেশে রাজনীতি করা যাবে না এটা কি বিএনপি নেতারা বুঝতে পারেন না? তারপরও কেন যে তারা মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন সেটা অনেকের কাছেই স্পষ্ট নয়। বিএনপি এখন রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়ে দল গোছানোর কাজটিকে যখন প্রাধান্য দেয়া উচিত, নিজেদের ভুলত্রুটিগুলো বিচার-বিশ্লেষণ করে সেগুলো শোধরানোর জন্য যখন সবাইকে একযোগে কাজ করা উচিত- তখন দেখা যাচ্ছে দলের শীর্ষ পর্যায় থেকেও মীমাংসিত সব বিষয়ে এমন সব ফালতু কথা বলা হচ্ছে যা মানুষের মনে বিতর্ক ও বিতৃষ্ণার জন্ম দিচ্ছে।
সরকার হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতনের চাপে ফেলে বিএনপিকে স্বাভাবিক কাজকর্ম করতে দিচ্ছে না বলে বিএনপি নেতারা প্রতিদিনই অভিযোগ করছেন। আবার সরকার যাতে বিএনপির বিরুদ্ধে খড়গহস্ত হতে পারে তার সুযোগও বিএনপি নেতারাই করে দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও দুর্নীতির বেশ কয়েকটি মামলা রয়েছে। দুটি দুর্নীতির মামলার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বিচার-সংশ্লিষ্ট সূত্র মতে, ওই দুই মামলায় খালেদা জিয়ার শাস্তি হতে পারে। সম্প্রতি তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে একটি নতুন মামলা হয়েছে। গত ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতা চাননি বলেও মন্তব্য করে বলেছেন, জিয়াউর রহমান ঘোষণা না দিলে নাকি মুক্তিযুদ্ধ হতো না! তিনি আরো বলেছেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও বিতর্ক আছে’।
খালেদা জিয়ার এই বক্তব্যে শুধু সরকার বা আওয়ামী লীগের মধ্যে নয়, সাধারণভাবে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ডিসেম্বর মাস আমাদের বেদনা ও বিজয়ের মাস। মুক্তিযুদ্ধ চলাকালে এই মাসে বাঙালি যেমন তার শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে, তেমনি এই মাসেই মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ও অর্জন করেছে। ডিসেম্বর মাস এলে প্রতি বছরই বাঙালি তাই আবেগ ও মর্যাদার সঙ্গেই মুক্তিযুদ্ধের শহীদদের কথা স্মরণ করেন, সাহস ও আতœত্যাগের কথা মনে করে আগামী দিনে পথচলার অঙ্গীকার গ্রহণ করেন। সেই ডিসেম্বর মাসেই যখন মুক্তিযুদ্ধের দাবিদার দেশের একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন, বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তখন মানুষ বেদনাবিক্ষুব্ধ না হয়ে পারে না। বিভিন্ন মহল থেকেই খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা-সমালোচনা করা হয়েছে, হচ্ছে। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তার কাছে উকিল নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রতিবাদ আমলে নেন নি। এরপর সংক্ষুব্ধ নাগরিকদের পক্ষ থেকে আইনজীবী মমতাজউদ্দিন আহমদ মেহেদী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। মহানগর হাকিম মো. রাশেদ তালুকদার খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ৩ মার্চ তাকে আদালতে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতের সমন খালেদা জিয়ার বাসভবনে পৌঁছাতে গেলে তিনি বা তার পক্ষ থেকে কেউ তা গ্রহণ করেননি। পরে নিয়ম অনুযায়ী সমনটি খালেদা জিয়ার বাসভবনের গেটের সামনে সেঁটে দেয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের হওয়ার বিষয়টিকে বিএনপি সরকারের একটি হয়রানিমূলক পদক্ষেপ বলে মনে করছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায়। খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের টনক নড়ে যায়। তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। (তাই কি? এই সরকারের আমলে খালেদা জিয়া তো একবারও গ্রেপ্তার হননি, বরাবরই বাইরেই আছেন। সরকারের অস্তিত্ব¡ বিপন্ন হওয়ার কোনো লক্ষণ দেখা না গেলেও বিএনপির অস্তিত্ব যে বিপন্ন হতে বসেছে সেটা সবাই বুঝতে পারছেন।) মির্জা ফখরুল আরো বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন সেখানে রাষ্ট্রদ্রোহের চিহ্নমাত্র ছিল না। অথচ ওই বক্তব্যকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা পরিহাস ছাড়া আর কিছু নয়।
অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, খালেদা জিয়া কোনোদিনই মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন না এবং জীবনেও হবেন না। বাংলাদেশের সৃষ্টি তারা এখন পর্যন্ত মানেন নাই। তাদের কাছে সাধের পাকিস্তানই এখনো পবিত্র স্থান। এ থেকে তারা এক ইঞ্চিও সরে আসে নাই। সৈয়দ আশরাফ আরো বলেছেন, বিএনপি যদি বাংলাদেশে বাস্তবমুখী রাজনীতি করতে চায়, তাহলে ঐতিহাসিক সত্য মানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুকে মানতে হবে।
বাংলাদেশের উদ্ভবের ঐতিহাসিক সত্য কি? এটা সবারই জানা যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তিনিই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। সত্তরের নির্বাচনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের পক্ষে যে বিপুল গণরায় দিয়েছিল, সেটাই ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার নৈতিক ও আইনি ভিত্তি। বঙ্গবন্ধু ছাড়া আর কারো পক্ষেই স্বাধীনতার ঘোষণা দেয়ার সুযোগ ও অধিকার ছিল না। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু তার কালজয়ী ভাষণে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ বলে যে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন সেটাই বাঙালি জাতিকে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণের মুখে প্রতিরোধ যুদ্ধে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধুর অবর্তমানে তার বিশ্বস্ত সহযোদ্ধারাই ৯ মাসের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বাঙালি সেনাসদস্য ও কর্মকর্তা এবং পুলিশ-ইপিআর বাহিনীর সদস্যরা যুদ্ধে শামিল হয়েছিলেন বঙ্গবন্ধুর আহ্বানেই। স্বাধীনতার পর সাপ্তাহিক বিচিত্রায় ‘একটি জাতির জন্ম’ শীর্ষক প্রবন্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও স্বীকার করেছেন যে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল তার কাছে স্বাধীনতা ঘোষণার গ্রিন সিগন্যাল। এই অবস্থায় যারা বলেন জিয়া ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না তারা হয় নির্বোধ, না হয় জ্ঞানপাপী।
এখন যারা ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন’ কিংবা ‘জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না’ বলে বালখিল্য মন্তব্য করছেন তারা ইচ্ছাকৃতভাবেই ইতিহাস বিকৃত করছেন। কিন্তু ইতিহাস বিকৃতির মাধ্যমে তারা কিছুই অর্জন করতে পারবেন না। ইতিহাস বিকৃতি তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে না। এটা তাদের পেছনেই ঠেলবে। বিকৃতি কোনো সময় আলোকিত পথের সন্ধান দেয় না, অন্ধকার গহ্বরে ঠেলে দেয়। মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেয়ার অপচেষ্টা কখনো সফল হয় না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করলেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন- এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্য। নানা দলিল-দস্তাবেজেই এটা উল্লিখিত আছে। বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে কেউ এ নিয়ে সংশয় প্রকাশ করেনি। একমাত্র পাকিস্তান এবং তার পদলেহীরাই মাঝেমধ্যে এ নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছে। কিন্তু খালেদা জিয়া কেন এতদিন পর এই বিতর্কে জড়ালেন? খালেদা জিয়া একাধিকবার দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে তিনি অনেকবারই বাণী দিয়েছেন। প্রতিবারই ত্রিশ লাখ শহীদের কথাই বলেছেন। অথচ চুয়াল্লিশ বছর পরে এসে তার মনে হলো এই সংখ্যা নিয়ে ‘বিতর্ক’ আছে। তার এই জ্ঞানচোখ খুলে দিল কি পাকিস্তান? সৈয়দ আশরাফের বক্তব্যই কি ঠিক? খালেদা জিয়ার অন্তরে কি ঢেউ খেলছে পাকিস্তান প্রেম?
বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সমর্থনে দলের শীর্ষ নেতাদের কেউ কেউ একই ধরনের কথা বলছেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় খালেদা জিয়ার বাহবা পাওয়ার জন্য কেবল শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আতœদানকেও নির্বুদ্ধিতার পরিচয়বাহী বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করছেন। গয়েশ্বর চন্দ্র রায় দলে নিজের অবস্থান আরো মজবুত করার খায়েশে এ ধরনের অবাঞ্ছিত বক্তব্য দিলেও দলের মধ্যে বর্তমান অবস্থান থেকে আর বেশি কিছু পাওয়ার সৌভাগ্য তার হবে না বলেই অনেকেই মনে করছেন। তবে শুধু গয়েশ্বর নয়, নজরুল ইসলাম খানের মতো একজন রাজনীতিমনস্ক মানুষও শহীদের সংখ্যা নিয়ে বিতর্কে বাতাস দিয়ে অনেককেই বিস্মিত করেছেন। ‘বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ’- এই ধারায় নজরুল ইসলাম খান নিজের নাম লিখিয়ে বলেছেন, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ রয়েছে এটা তো মিথ্যা নয়। কারণ দেশ স্বাধীনের কয়েক দিন পরই মরহুম শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট করেই বললেন, ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন। স্বাধীনতার কয়েক দিনের মধ্যেই কে কখন হিসাব কিংবা অনুসন্ধান করেছেন যে, ত্রিশ লাখ লোক মারা গেছে? নজরুল ইসলাম খান এও বলেছেন, শহীদের সংখ্যা নিয়ে কেন আমরা অনিশ্চয়তার মধ্যে থাকব? কেন আমরা নিশ্চিত হতে পারব না? আশা করি আল্লাহর মেহেরবানিতে আমরা যদি দায়িত্বে আসি, এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা আমাদের উচিত হবে।
শহীদের সংখ্যা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি- এ তথ্য নজরুল ইসলাম খান কোথায় পেলেন? এ নিয়ে অনিশ্চয়তা কিংবা দ্বিধা তার নেত্রীর মনেই দেখা দিয়েছে, অন্য কারো মনে নয়। এর আগে যদি এ নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিত তাহলে খালেদা জিয়া ক্ষমতায় থাকতেই শহীদের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজটি করতেন। এ নিয়ে খালেদা জিয়ার মনেও তখন অনিশ্চয়তা ছিল না বলেই সংখ্যা নিরূপণের কাজটি করা হয়নি। নজরুল ইসলাম খানের বক্তব্য মনোযোগ দিয়ে পাঠ করলে দেখা যায়, তিনি এটা বলেননি যে তারা দায়িত্বে এলে শহীদের প্রকৃত সংখ্যা নিরূপণ করবেন। তিনি বলেছেন, এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা আমাদের উচিত হবে। এটা কথার চাতুরি ছাড়া আর কিছু নয়। অতীতে ক্ষমতায় থাকতে অনেক উচিত কাজই তারা সমাপ্ত করেননি। দেশ স্বাধীনের কয়েক দিন পরই বঙ্গবন্ধু নির্দিষ্ট করে কীভাবে বললেন ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন- এ প্রশ্ন নজরুল ইসলাম খান তুলেছেন। পৃথিবীর কোথাও গণহত্যা সংঘটিত হলে তার সংখ্যা নিরূপণের কিছু পদ্ধতি অবশ্যই আছে। তার ভিত্তিতেই এই সংখ্যা নির্ধারিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ৬০ লাখ ইহুদি হত্যা করেছেন বলে যে তথ্য প্রচলিত আছে সেই সংখ্যাটি কীভাবে নিরূপিত হয়েছিল? মাথা গুনে গুনে কি ৬০ লাখ সংখ্যাটি বের করা হয়েছিল? লেনিনগ্রাদ যুদ্ধে আত্মদানকারী মানুষের সংখ্যাও কি মাথা গুনে ঠিক করা হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ত্রিশ লাখ মানুষ প্রাণ দিয়েছেন সে তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করার আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছিলেন ১০ জানুয়ারি। এর দিনকয়েক আগেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রভাবশালী সংবাদপত্র ‘প্রাভদা’য় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষের শহীদ হওয়ার খবরটি অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থায়ী হয়েছিল প্রায় ৯ মাস। ২৫ মার্চ রাত থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা গোটা বাংলাদেশে ব্যাপক হত্যালীলা চালিয়েছে। কোনো কোনো স্থানে একদিনে শত শত নয়, হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে হয় মাটিচাপা দেয়া হয়েছে অথবা পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় হাজার হাজার মানুষকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে এমন অসংখ্য গণকবরের সন্ধান পরবর্তী সময়ে পাওয়া গেছে, এখনও যাচ্ছে। এমন পরিবার খুবই কমই ছিল যেখানে কাউকে না কাউকে হত্যা করা হয়নি। স্বাধীনতার পর যখন ত্রিশ লাখ শহীদের কথা বলা হলো তখন সঙ্গত কারণেই কারো মনে এই নিয়ে কোনো সংশয়, প্রশ্ন কিংবা অনিশ্চয়তা দেখা দেয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একাত্তরের শহীদদের সংখ্যাকে মীমাংসিত বিষয় বলে তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন।
প্রশ্ন হলো, বিএনপির মতো দলের মধ্যে এ নিয়ে এতদিন পরে ‘সংশয়’ কেন? যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার সঙ্গে বিএনপির মন পরিবর্তনের কোনো যোগসূত্র আছে কি? পাকিস্তান দাবি করছে, তারা কোনো যুদ্ধাপরাধ করেনি, গণহত্যা চালায়নি। পাকিস্তানের দাবি সঠিক প্রমাণ করার জন্যই কি খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলেছেন? পাকিস্তানকে খুশি করা ছাড়া এর পেছনে আর কোনো যুক্তিসঙ্গত কারণ তো খুঁজে পাওয়া যায় না। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হওয়ার পর বিএনপিপন্থী আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোনো মামলার রায় হয়েছে- এমন নজির আমার জানা নাই। মূলত রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়, পরে আর এসব মামলার কোনো খবর থাকে না।
শেখ হাসিনার সরকার দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার ধারা চালু করেছে। বঙ্গবন্ধু হত্যা কিংবা একাত্তরের ঘাতক-দালালদের বিচার হবে এটা কি কেউ আশা করেছিলেন? খন্দকার মাহবুব হোসেনও কি ধারণা করতে পেরেছিলেন যে, বঙ্গবন্ধুর খুনিদের এবং একাত্তরের ঘাতক-দালালদের শাস্তি হবে এবং রায় কার্যকর হবে। বিচার ব্যবস্থায় শেখ হাসিনার সরকার নতুন নজির স্থাপন করেছে। কাজেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোনো মামলায় রায় হওয়ার নজির নেই বলেই খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলারও একই পরিণতি হবে বলে বিশ্বাস করার কোনো কারণ আছে কি? খালেদা জিয়া এবং তার অনুসারীরা অন্ধত্ব পরিহার না করলে রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে সফল হতে পারবেন না।
লেখকঃ সাংবাদিক ও কলাম লেখক।