নাগরপুর সংবাদদাতাঃ
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তারা দেশের জন্য যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। তারা দেশকে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা দেখতে চান। তাদের সেই স¦প্নকে বাস্তবায়ন করাই আমাদের কাজ। শনিবার(১৬ এপ্রিল) দুপুরে যমুনা নদীর চৌহালী ও নাগরপুরের ভাঙন কবলিত অংশে ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ পরিদর্শন শেষে শাহজানী উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এ সরকারের প্রধান কাজ। এই শাহজানী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত একটি এলাকা। আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কিছু চাইতে হয় না। দাবি করতে হয় না। দাবির আগেই সরকার তা মিটিয়ে দেয়। সরকার দেশে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। মামলা জনিত কারণে বন্ধ হওয়া ভারড়া ইউপি নির্বাচন দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসককে তাগিদ দেন তিনি।
ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব হুমায়ুন খালিদ, জেলা প্রশাসক মো. মাবুবব হোসেন, আওয়ামীলীগ নেতা ইনসাব আলী ওসমানি, ভারড়া ইউপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার, খোরশেদ বাবুল, দেলদুয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ।