বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ফারুক আহমদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন বছরের বেশি সময় পর বুধবার(৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। চার্জশিটে টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের সদস্য ক্ষমতাসীন দলের সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে হত্যার জন্য দায়ী করা হয়েছে। টাঙ্গাইল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আলোচিত এ মামলার অভিযোগপত্র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছে।
অভিযোগপত্রে হত্যাকান্ডের সঙ্গে যুক্ত হিসেবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা, তার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা এবং হত্যাকান্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হিসেবে অপর দুই ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, তাদের দেহরক্ষী আনিছুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী, এমপি রানার ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, সমীর, ফরিদ আহমেদ, দারোয়ান বাবু, যুবলীগের তৎকালীন নেতা আলমগীর হোসেন (চাঁন), নাসির উদ্দিন (নুরু), ছানোয়ার হোসেন ও সাবেক পৌর কমিশনার মাছুদুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
চার্জশিট প্রদানের এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত ফারুক আহমদের স্ত্রী ও মামলার বাদি নাহার আহমদ। তিনি বলেন, প্রভাবশালী চার ভাইসহ অন্যদের বিরুদ্ধে চার্জশিট দেয়ায় প্রাথমিক অবস্থায় আমি সন্তুষ্ট। তবে এখনই চূড়ান্ত মন্তব্য করব না। কারণ আমি এখনো বিষয়টি জানি না। জেনে তারপর কথা বলব।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি জানান, এ চার্জশিটে টাঙ্গাইলবাসীর সঙ্গে তিনিও সন্তুষ্ট। তবে হত্যাকারীদের বিরুদ্ধে শুধু চার্জশিট দাখিল নয়, তাদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি রয়েছে টাঙ্গাইলবাসীর। এ ঘটনার সুষ্ঠু বিচার হলে টাঙ্গাইলের রাজনীতি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হবে বলে মনে করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল ডিবির পরিদর্শক গোলাম মাহফীজুর রহমান চার্জশিট প্রসঙ্গে জানান, হত্যাকান্ডে জড়িত হিসেবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা এবং হত্যাকান্ডের ষড়যন্ত্রে জড়িত হিসেবে তাঁদের অপর দুই ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ মোট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ বাদি হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয়।
সূত্রমতে, ফারুক আহমদ হত্যাকান্ডের প্রায় ২০ মাস পর গ্রেপ্তার হওয়া আনিসুর রহমান রাজা ও মোহাম্মদ আলী বিচারিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উভয়ের জবানবন্দিতে এই হত্যাকান্ডে আমানুর রহমান খান রানা ও তাঁর ছোট ভাই সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার কথা বেড়িয়ে আসে। হত্যাকান্ডের পরিকল্পনার সঙ্গে আমানুর রহমান খান রানার অপর ভাই সহিদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাকন যুক্ত বলে মোহাম্মদ আলী তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন। এরই সূত্রে তদন্ত বেগবান হয় এবং সর্বশেষ চার্জশিট দাখিল সম্ভব হয়েছে।
সূত্র জানায়, ফারুক আহমদ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের ১১ আগস্ট আনিসুর রহমান রাজাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিন দফায় ১৫ দিন রিমান্ডের পর ২৭ আগস্ট আদালতে হাজির করা হলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেনের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয় একই বছরের ২৪ আগস্ট। দশ দিনের রিমান্ড শেষে ৫ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের কাছে তিনিও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাজা ও আলীর বর্ণনা অনুসারে, ‘ঘটনার দিন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ অফিস থেকে ফারুক আহমদকে কলেজপাড়া এলাকায় তাঁর একটি প্রতিষ্ঠানে ডেকে আনার জন্য রাজাকে দায়িত্ব দেন। পথেই রাজার সঙ্গে ফারুক আহমদের দেখা হয়। রাজা তখন নিজের রিকশা ছেড়ে দিয়ে ফারুক আহমদের রিকশায় ওঠেন এবং তাঁকে ঐ প্রতিষ্ঠানে নিয়ে যান। আগে থেকে সেখানে আলীসহ আরো কয়েকজন ছিলেন। ফারুক আহমদকে নিয়ে যাওয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া নিয়ে উপস্থিতদের সঙ্গে কথা হয়। তাঁরা ফারুক আহমদকে এ পদে প্রার্থী হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেন। ফারুক আহমদ এতে রাজি হননি। কথাবার্তার এক পর্যায়ে ফারুক আহমদ রুম থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে তাঁকে গুলি করা হয়। পরে অন্যরা ফারুক আহমদের মুখ চেপে ধরেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। একটি অটোরিকশায় মরদেহ বসিয়ে রাজাসহ দু’জন দুই পাশে বসেন এবং ফারুক আহমদকে তাঁর বাসার কাছে ফেলে রেখে আসেন। আলী তাঁর জবানবন্দিতে জানান, ঘটনার প্রায় এক মাস আগে তাঁদের সঙ্গে এ হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
এদিকে, আসামিদের জবানবন্দি প্রকাশ পেলে টাঙ্গাইলসহ সারা দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রভাবশালী খান পরিবারের সদস্যরা হত্যায় সংশ্লিষ্ট হওয়ায় তদন্ত নিয়ে সংশয় তৈরি হয়। আওয়ামী লীগের পক্ষ থেকেও সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ আসামিদের রক্ষার চেষ্টা হতে পারে বলেও গুঞ্জন ওঠে। বুধবার(৩ ফেব্রুয়ারি) রাতে আদালতে চার্জশিট দাখিলের বিষয় প্রকাশ পেলে আলোচনার কেন্দ্রে আবার ফিরে আসে এ ঘটনা। বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করা হলেও বেশির ভাগই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। অধিকাংশের মনে হয়রানি ও হেনন্তার ভয় আছে। কেউ কেউ ধারণা করছে জামিনে বেড়িয়ে এসে ‘খান পরিবার’ আবার স্বমূর্তিতে ফিরে আসতে পারে।
টাঙ্গাইলের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মহসিন সিকদার প্রতিক্রিয়ায় জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের আন্তরিকতায় কঠোর তৎপরতার কারণেই আলোচিত এ মামলার রহস্য উদ্ঘাটন ও চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে। এ চার্জশিট দাখিলে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকও বর্তমানে দেশের বাইরে রয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, আলোচিত এ মামলা নিয়ে জেলাবাসীর নানা জল্পনা-কল্পনা এবং শঙ্কা ছিল। কথিত খান পরিবারের খুনিদের নামে চার্জশিট আদালতে দাখিল করায় জেলাবাসী খুশি, আমরাও খুশি।