ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকার বাসিন্দা নজরুল ইসলাম তালুকদার মুকুল আর নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। ঢাকার শমরিতা হাসপাতালে মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মরহুম নজরুল ইসলাম তালুকদার মুকুল টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা মরহুম জোয়াহের আলীর ছেলে।
পরিবার সূত্রে জানাগেছে, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম তালুকদার মুকুল দীর্ঘদিন যাবত লিভার সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি মো. ওমর ফারুক (বিপ্লব), সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), সাবেক সহ-সভাপতি এমএ মামুন নাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পারভেজ (তুষার), সাংস্কৃতিক সম্পাদক শিল্পী জিয়াদ সিদ্দিকী, দপ্তর সম্পাদক আরাফ আল জামান অনয় সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিল পালিমা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে ওই গ্রামে দাফন করা হয়।