
টাঙ্গাইল সদর ২৭ অক্টোবর : টাঙ্গাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের গ্রীন ভিলেজ ফাষ্ট ফুড’র কনফারেন্স রুমে ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার” এই শ্লোগান বুকে ধারন করে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখার নেতা মাহমুদুর রহমান খান বিপ্লব, মো. রাশেদ খান মেনন (রাসেল), পলাশ আল মাসুদ, মাসুদ পারভেজ, এম. এ মামুন নাহিদ, শাহ আলম সালমান, আলমগীর হোসেন, জিয়াদ সিদ্দিক, নুরুজ্জামান মিয়া, বিমল আচার্য্য, ইঞ্জি. জাহিদ রানা, মো. মিন্টু, মো. রফিক প্রমুখ। সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলা শাখা ও প্রতিটি উপজেলা শাখা একযোগে দিবসটি উদযাপন করে।