মুরগি চুরির দায়ে মামলা করা হয়েছে মার্কিন অভিনেত্রী মিলা কুনিসের বিরুদ্ধে। আর মামলাটি দায়ের করেছেন তারই ছোটবেলার এক বান্ধবী।
ক্রিস্টিনা কারো নামে কুনিসের এই সাবেক বান্ধবীর অভিযোগ, শৈশবে তার পোষা এক মুরগি চুরি করেছিলেন ‘ফ্রেন্ডস উইথ বেনেফিট’ খ্যাত এই অভিনেত্রী। ইউক্রেইনীয় এই তরুণী কুনিসের সঙ্গে স্কুলে পড়তেন। কারোর দাবী, তখন গলায় গলায় ভাব ছিল দুজনের। বান্ধবীর মুরগি ‘ডগি’কে নিজের পোষা প্রাণীর মতই ভালবাসতেন কুনিস। একদিন মুরগিটি হারিয়ে যায় আর সেটি চুরি করার দায় স্বীকার করে নেন কুনিস নিজেই। কার’র ভাষ্যে, কুনিস তাকে বলেছিলেন, “তুমি চাইলে অন্য যে কোনো মুরগি পুষতে পারো। তোমাদের তো মুরগির খামার আছে।” কারো জানান, পোষা মুরগি হারানোর শোকে বেশ ভেঙ্গে পড়েছিলেন তিনি। এমনকি মনরোগ বিশেষজ্ঞের শরণাপন্নও হতে হয়েছে তাকে। কুনিসের এই সাবেক বান্ধবী আরও জানান, সঙ্গীতে ক্যারিয়ার গড়তে লস এঞ্জেলসে পাড়ি জমান তিনি। কিন্তু পোষা মুরগির শোকে সফল হতে পারেননি, উল্টো মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে খরচ করতে হয়েছে পাঁচ হাজার ডলার।
তাই এবার কুনিসের বিরুদ্ধে মামলা করেছেন ক্রিস্টিনা কারো।