গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দরিদ্র মেধাবী ছাত্র ইমরানের পায়ের সফল অপারেশন হয়েছে। বৃহস্পতিবার(২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপি টাঙ্গাইল শহরের এশিয়া হসপিটালে অসহায় ইমরানের অপারেশন চলে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট (সার্জন অর্থপেডিক) ডা. সুধাংশ সিংহ সফল এ অস্ত্রোপচার সম্পন্ন করেন।
এশিয়া হসপিটালে অস্ত্রোপচার করার সময় উপস্থিত ছিলেন, ইব্রাহীম খাঁ’র ভূঞাপুর গ্রুপের অ্যাডমিন আল আমিন শোভন ও প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের অ্যাডমিন আল আমিন খান, ফারুক আহমেদ হেলাল ও ইমরানের পরিবারের লোকজন।
প্রকাশ, সম্প্রতি প্রিয় টাঙ্গাইলে জেলা ফেসবুক গ্রুপ গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামের দিনমজুর ইয়ার আলীর মেধাবী ছেলে ইমরানের চিকিৎসার দায়িত্ব নিয়ে বিত্তশালীদের কাছে সাহায্য চেয়ে ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন। বিভিন্ন হৃদয়বান ব্যক্তি যৎসামান্য অর্থ সাহায্য করে। ওই সামান্য টাকার পরে মেধাবী ইমরানের সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করেন, গোপালপুরের কৃতি সন্তান কেএইচ আ. মালেক।