টাঙ্গাইল ২৮ ফেব্রুয়ারি : টাঙ্গাইলে জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পানিত করা হয়েছে। এ উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শহরের ঝাউবন রেস্টুরেণ্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভাকটে ফরহাদ ইকবাল।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, আশরাফ পাহেলী, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি দিপু হায়দার, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ।
সভা পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের সদস্য সচিব মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।